আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানপ্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজদূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ
No icon

প্রথম দিন অনুপস্থিত ২৭ হাজার

সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাটি শুরু হয়েছে। প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। ফরম পূরণ করেও তারা পরীক্ষায় অংশ নেয়নি। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২২ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রথম দিনের এসব তথ্য জানানো হয়েছে।এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। তারও আগের বছরে পরীক্ষার্থী কমেছিল ৪৮ হাজারের মতো। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ লাখ ৮৫০ জন। তবে প্রথম দিন সব পরীক্ষার্থীর পরীক্ষা থাকেনি, কারণ অনিয়মিত পরীক্ষার্থীদের কেউ কেউ নির্দিষ্ট বিষয়ের জন্য পরীক্ষায় বসেন।সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এই বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজার ৬২৩ জন। বাকিদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৯৬ জন, রাজশাহীতে ১ হাজার ৬২২ জন, কুমিল্লায় ২ হাজার ৫৫৩ জন, যশোরে ১ হাজার ৮০০ জন, চট্টগ্রামে ১ হাজার ১৭৩ জন, সিলেটে ৮৭৮ জন, বরিশালে ১ হাজার ৩৩ জন, দিনাজপুরে ১ হাজার ৩৪১ জন, ময়মনসিংহে ৮৪২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুজন পরীক্ষার্থী রয়েছে। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া গত বছর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছিল ২৪ জন পরীক্ষার্থী।অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার) বলেন, সরকার সচেতনভাবে কাজ করায় এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তিনি রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। এ ছাড়া তিনি ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রও পরিদর্শন করেন। উপদেষ্টা সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের গুজব পরীক্ষার্থী ও অভিভাবকদের মানসিকভাবে বিপর্যস্ত করে।প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অনেকেই বলেছেন, প্রশ্ন সহজ ছিল এবং সময়ের আগেই তারা লেখা শেষ করতে পেরেছেন। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তাসনিম জামান বলে, প্রস্তুতি ভালো ছিল। আশা করেছিলাম ভালো পরীক্ষা হবে, তেমনটাই হয়েছে। ফলের অপেক্ষা এখন।পরীক্ষা কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সকালে অভিভাবকরা জানান, এবারের পরিবেশ বেশ ভিন্ন ও সুশৃঙ্খল। তারা আশা করছেন, এমন পরিবেশে সন্তানরা ভালো ফলাফল করবে। সরেজমিন দেখা যায়, সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার্থীদের সঙ্গে কেবল কলম, পেন্সিল, রাবার, স্কেল, প্রবেশপত্র ও ফাইল বহনের অনুমতি ছিল। অভিভাবকরা বাইরে অপেক্ষা করেন।