বেড়েছে AI কম্পিউটারের বাজারশিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে
No icon

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।আজ মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি গাড়ি এই সেতু পার হয়। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে গাড়ি চলাচল করছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে।