২০ দিনে ২০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরাআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৫ সবজির বাজারে আগুন, মাছ-মুরগি-ডিমের দামও চড়াবিভিন্ন উপসর্গে আসছে জ্বর, বাড়ছে দুর্গতি
No icon

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ শুক্রবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ঝড়-বৃষ্টি প্রধানত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর প্রভাব ফেলতে পারে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আগামী কয়েক দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।