২০ দিনে ২০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরাআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৫ সবজির বাজারে আগুন, মাছ-মুরগি-ডিমের দামও চড়াবিভিন্ন উপসর্গে আসছে জ্বর, বাড়ছে দুর্গতি
No icon

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ৬৫ ফিলিস্তিনি।আজ শনিবার সকাল থেকে এই চালানো হামরায় এই প্রাণহানি ঘটে।;্যেএ্ই সময়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  গাজা উপত্যকার যে অংশ ইসরায়েল দখল করার ঘোষণা দিয়েছে সেখানেই হত্যা করা হয়েছে ৩৭ জনকে। শেখ রেদওয়ান স্কুলের সামনে অস্থায়ী শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় তারা। সেখানে অন্তত ১২ জন বেসামরিক প্রাণ হারান।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা নিশ্চিত করে আল-জাজিরা জানায়, শেখ রেদওয়ান স্কুলের ওপর েএকটি কোয়াডকপ্টার টহল দেওয়ার পর বোমা ফেলে। সেই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।২০২৩ সালের বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল গাজায় ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।