রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা শীতে কাঁপছে তেঁতুলিয়া, ফের কমলো তাপমাত্রাঢাকায় বাড়বে শীততারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপিজাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন
No icon

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: একদিনে গ্রেফতার ৬৪৯

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল) ৬৪৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে রবিবার পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী কার্যক্রম দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ এই অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া অভিযানের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দমন, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।