আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল) ৬৪৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে রবিবার পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী কার্যক্রম দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ এই অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া অভিযানের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দমন, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।