দেশজুড়ে বাড়ছে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রাগাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১৮টানা ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরাআদালত থেকে ফ্যাসিস্ট বিচারক সরাতে হবে: সালাহউদ্দিনসব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
No icon

ঢাকায় আসছেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আয়মা বেগ

পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি বাংলাদেশের রাজধানীতে আসবেন এবং ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে পারফর্ম করবেন।

২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আয়মা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন। 

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।