নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেইদেশজুড়ে নির্বাচনি আমেজআজ প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচিভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তানযেমন থাকবে আজকের আবহাওয়া
No icon

যুক্তরাষ্ট্রে নগর বাউলের কনসার্ট

রকস্টার ব্যান্ড নগর বাউলের কিংবদন্তি সংগীতশিল্পী জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। জানা গেছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন এ রকস্টার। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসব নামে।