একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

এলপিজি গ্যাসের নতুন দাম জানা যাবে বিকেলে

চলতি মাসে এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বুধবার। বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।গতকাল মঙ্গলবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর জুলাই মাসের সৌদি সিপি মূল্য অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী, দেশে বেসরকারি খাতে বিক্রি হওয়া এলপিজির দাম সমন্বয় করা হবে।এলপিজির পাশাপাশি আজ ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দামও।এর আগে, গত ২ জুন সর্বশেষ সমন্বয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইদিন, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা করা হয়।গত বছর অর্থাৎ ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম সাতবার বেড়েছে এবং চারবার কমেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়। অন্যদিকে, এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমে। ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।