শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে শনিবার ভোরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে তারা। ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনের ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে কাপড় ও তারের গোডাউন রয়েছে।ভবনের মালিক জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী : এদিকে কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, আগুন লাগা ওই ভবনটির নাম জাবালে নুর টাওয়ার যার মালিক হাজি ফারুক হোসেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী। কেরানীগঞ্জের আগানগর বাবুবাজার ব্রিজের সঙ্গে এই ভবনটির অবস্থান।

এ ব্যাপারে ভবনটির মালিক হাজি ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।মো. সুমন মিয়া নামে স্থানীয় একজন বলেন, ভবনটির নিচে আন্ডারগ্রাউন্ড। সেখানে শীতের পোশাক মজুত ছিল।বঙ্গবাজার ফায়ার সার্ভিস লিডার হেমায়েত মোল্লা বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ড তদন্তে কমিটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন কেরানীগঞ্জ ভূমি দক্ষিণ সার্কেল এসিল্যান্ড আফতাব আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি তদন্ত, ফায়ার সার্ভিস সদস্য, কলকারখানা পরিদর্শক ও কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান।