চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা-কিরণগঞ্জ সীমান্তে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সীমান্ত এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত উত্তেজনা দেখা দেয়।এ ঘটনায় গতকাল বিকেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এর পর সীমান্ত থেকে বিএসএফের অতিরিক্ত সদস্যদের সরানোর পাশাপাশি ভারতীয় নাগরিকদের শূন্যরেখা থেকে ১৫০ গজ ভেতরে নেওয়া হয়। এতে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে আসে।ভারতীয়দের ছোড়া পাথর ও হাঁসুয়ার আঘাতে আহত হন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার মেসবাহুল হক, বিশ্বনাথপুর গ্রামের মো. রনি ও মো. ফারুক। গতকাল দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হলেও বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ ও থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ চলছিল। ছোড়া হচ্ছিল সাউন্ড গ্রেনেড ও পাথর। অন্যদিকে, বাংলাদেশের গ্রামবাসী লাঠিসোটা ও হাঁসুয়া নিয়ে সীমান্তে অবস্থান করছিলেন। তাদেরও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সীমান্তে দুই বাংলাদেশি ভারত ভূখণ্ডে ঘাস কাটতে যান। এ সময় তারা মাঠের গমও কাটেন। বিষয়টি বিএসএফ সদস্যদের নজরে এলে কাঁটাতারের বেড়ার করিডোর দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় নাগরিকরা দল বেঁধে ঢুকে ওই দু জনকে ধাওয়া করে। স্থানীয় বাংলাদেশিরা পাল্টা প্রতিহত করতে শূন্য রেখায় জড়ো হন। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে বাংলাদেশের নাগরিক রনি আহত হন। দুপুর ২টার দিকে ভারতীয়রা হাঁসুয়া নিয়ে কাঁটাতারের বেড়াহীন জায়গা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে অন্তত ২০টি মাঝারি আমগাছ এবং অর্ধশত বরইগাছ কেটে ফেলে। বিশ্বনাথপুর গ্রামে মসজিদের মাইকে সীমান্ত রক্ষার আহ্বান জানানো হলে গ্রামবাসী দল বেঁধে লাঠিসোটা ও হাঁসুয়া নিয়ে সীমান্তে জড়ো হন। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ফারুক নামে একজন আহত হন।কালীগঞ্জ ঘোনটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথর তাঁর মাথায় লাগে। একই এলাকার মিঠুন জানান, জমির ফসল রক্ষার জন্য বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ১০ ভারতীয় বাংলাদেশ সীমানায় ঢুকে রনির ওপর আক্রমণ করে।মকবুল হোসেন জানান, তাঁর আম ও বরইগাছ কেটেছে। এর বিচার দাবি করেন তিনি। পেয়ারা বেগম বলেন, ছেলেকে খুঁজতে এসে দেখলাম আমার সরিষার ক্ষেত নষ্ট করেছে ভারতীয়রা। একজন বাংলাদেশির ভারতে গিয়ে গম কাটার অপরাধে বিচার করা যেত। পতাকা বৈঠকে এ নিয়ে সমস্যার সমাধান করা যেত। কিন্তু এভাবে ভারতীয়রা ঢুকে সব নষ্ট করবে, তা মানা যায় না।স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।