ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রাঢাকার রাস্তায় গতি বেড়েছেন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়লবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
No icon

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ছয়জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ করোনায় মারা যাননি।শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ।নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনেই অপরিবর্তিত রয়েছে।মহামারি শুরুর পর থেকে দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়েছিল।