ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রাঢাকার রাস্তায় গতি বেড়েছেন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়লবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
No icon

ন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তাঁর মাকে হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১টার দিকে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে তারা প্রথমে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন।এ সময় শিক্ষার্থীরা ঘণ্টাখানেক আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বরাবর দুটি স্মারকলিপি দেন তারা। সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি, আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করছি।ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোনো প্রকার গড়িমসি না করা হয়, সেই দাবিও জানাচ্ছি।

প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে, সেই অনুরোধ জানাচ্ছি। গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ভাড়া বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওইদিন রাতে নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে পুলিশ ঘাতক ভণ্ড কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। গত রোববার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, সুমাইয়াকে হত্যার আগে ধর্ষণ করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি মোবারক এ তথ্য দেন।মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করে গত ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে এ জবানবন্দি দেন মোবারক। এর পর তাঁকে কারাগারে পাঠানো হয়। তার বাড়ি জেলার দেবীদ্বার উপজেলার কাবিলপুর গ্রামে। তিনি নগরীর একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ঝাড়ফুঁক ও কবিরাজি করতেন।