
কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে কেন্দ্রটি।বিষয়টি নিশ্চিত করে আদানি গ্রুপের একটি সূত্র জানায়,মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট থেকে প্রায় ৭৩৯ মেগাওয়াট এবং অপর ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াটসহ মোট ১৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শুক্রবার চাহিদা কম থাকায় আদানির বিদ্যুৎ বন্ধ থাকলেও তেমন একটা প্রভাব পড়েনি। তবে শনিবার দিনের বেলায় কিছু এলাকায় লোডশেডিংয়ের খবর পাওয়া যায়। ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম ছিল। দিনে সর্বোচ্চ চাহিদা উঠেছে বেলা ৩টায় ১৪ হাজার মেগাওয়াট। এ সময় ৪২৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। এর আগের দুই ঘণ্টাতেও ৩০০ মেগাওয়াটের বেশি হারে লোডশেডিং করতে হয়েছে। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে তৈরি ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হয়। গ্যাসের সরবরাহ বাড়াতে পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়। তবে সন্ধ্যায় আদানির প্রথম ইউনিট উৎপাদনে ফেরায় কিছুটা স্বস্তি আসে। দ্বিতীয় ইউনিটটি চালুর পর এখন আর আদানির বিদ্যুৎ নিয়ে কোনো অস্বস্তি নেই।