
ফাল্গুনের শেষদিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও ৩ দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও।সেই সঙ্গে এই সময়ে দেশে ৪ থেকে ৭টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৩ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।তবে এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে ৫ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও এই তিন মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯ সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১ সে.) ধরনের এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯ সে.) থেকে তীব্র (৪০-৪১.১ সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।