অনুপ্রবেশ লাখ ছাড়িয়েছে!সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিলহজ কোটা এবারও পূরণ হচ্ছে নাসংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে: ড. ইউনূসদেশসেরা ব্র্যান্ডসমূহকে পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
No icon

আজ বসছে পাকিস্তানের সংসদ অধিবেশন

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর ২১ দিনের মধ্যেই নতুন সরকারের প্রথম অধিবেশন বসতে হয়। সে অনুযায়ী নতুন সরকারের প্রথম অধিবেশন বসার শেষ দিন হলো আজ ২৯ ফেব্রুয়ারি। কিন্তু তার আগে বেঁকে বসেছেন, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি বলেছেন, সংসদের নিম্নকক্ষ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি জাতীয় পরিষদে অধিবেশন ডাকতে পারেন না। তবে তার এই কথার পর পিএমএল-এন ও পিপিপি নেতারা প্রেসিডেন্টের ওপর বেশ চটেছেন। তবে পরবর্তীতে জাতীয় পরিষদের সচিব নিশ্চিত করেছেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা থেকে জাতীয় অধিবেশন বসবে।  এদিকে গতকাল পার্লামেন্টারি কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে বেশ কথা বলেন পিএমএল-এন সুপ্রিমো ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, বিশেষ কিছু এজেন্ডায় সব রাজনৈতিক দলের একমত হওয়া উচিত। তার কথায়, আপনারা নিজেদের রাজনীতি করুন, বিরোধী দলও রাজনীতির একটি অংশ- তবে পাকিস্তানকে কখনো বিপদে ফেলবেন না।নিজে প্রধানমন্ত্রী না হয়ে ছোট ভাই শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা নিয়ে নওয়াজ বলেন, বর্তমান পরিস্থিতিতে শেহবাজ সবচেয়ে উপযুক্ত প্রধানমন্ত্রী প্রার্থী। এ সময় তিনি শেহবাজের কর্মক্ষমতার প্রশংসা করেন। তিনি আরও বলেন, তিনি (শেহবাজ শরিফ) যেভাবে দেশকে খেলাপি হওয়া থেকে রক্ষা করেছে তা নজিরবিহীন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই-এক বছরের মধ্যে পাকিস্তান বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবে।

এদিকে প্রেসিডেন্ট আরিফ আলভির বক্তব্যের প্রেক্ষিতে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনার সময় জাতীয় পরিষদ ভেঙে দেওয়ায় প্রেসিডেন্ট আলভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে বর্তমানে জাতীয় পরিষদের অধিবেশন না ডেকে সংবিধান লঙ্ঘন করার দায়ে আরেকটি মামলা দায়ের করা হবে। অন্যদিকে হবু প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, প্রেসিডেন্ট আবারও সংবিধান লঙ্ঘন করলেন।পাকিস্তানে এক দিকে সরকার গঠন প্রক্রিয়া চলছে, অন্যদিকে কারাবন্দি ইমরান খান সরকারবিরোধী অবস্থান আরও দৃঢ় করছেন। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তিনি চিঠি লিখিছেন, ঋণের পরবর্তী কিস্তি দেওয়ার আগে যেন তারা নতুন সরকারকে যাচাই করে দেখে। এর জবাবে গতকাল আইএমএফ জানিয়েছে, তারা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে বেশি নজর দিবে।

কেমন হতে পারে আজকের অধিবেশন

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয়েছে। সে অনুযায়ী জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসার সর্বশেষ সময়সীমা আজ ২৯ ফেব্রুয়ারি। প্রেসিডেন্ট আরিফ আলভির অপারগতা জানানোয় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে স্পিকার রাজা পারভেজ আশরাফ অধিবেশন ডাকার দায়িত্ব নিয়েছেন। জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে নির্বাচিত সব এমপি শপথ নেবেন। জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। ৬০টি নারীদের জন্য। বাকি ১০টি সংখ্যালঘুদের। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার রাজা পারভেজ আশরাফ। কেননা, নতুন স্পিকার নির্বাচনের আগপর্যন্ত সাংবিধানিকভাবে এ দায়িত্ব তার। সংসদ সদস্যদের শপথ নেওয়া ও সই করা হয়ে গেলে বর্তমান স্পিকার নতুন একজন স্পিকার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সাধারণত উদ্বোধনী অধিবেশনের দিনই নতুন স্পিকার নির্বাচন হবে। পার্লামেন্ট সদস্যদের থেকেই দলগুলো স্পিকার পদে মনোনয়ন দেবে। এরপর স্পিকারের তত্ত্বাবধানে উন্মুক্ত ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।