এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপন স্থগিতজোট বাড়ছে বিএনপিরবাজারে সবজি বেশি, দামের উত্তাপ কমছেগণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই: নাহিদসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস
No icon

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান-২ নম্বরে অভিযান চালানো হয়। পরে মোরশেদ আলমকে নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। 

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম ২০১৫ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন। 

মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানায়নি ডিবি।