বেড়েছে AI কম্পিউটারের বাজারশিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে
No icon

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।শহিদুর রহমান জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম। গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগীর বাসিন্দা  হাবিবুল ইসলাম ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দবিরুল ইসলাম ও তাঁর সহযোগী আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এ ছাড়া ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে মাহাবুব আলম নামের এক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা। সেই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।