তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণাতীব্র তাপপ্রবাহ: ৭ দিন স্কুল বন্ধের দাবি ভেজাল নকল পণ্যে সর্বনাশতাপমাত্রা আরও বাড়তে পারেতাপপ্রবাহ আরও কত দিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর
No icon

প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরে সীমাবদ্ধতা

কোম্পানি আইন নিয়ে আমাদের রয়েছে নানা জিজ্ঞাসা। একটি কোম্পানি গঠন করতে অবশ্যই অনুসরণ করতে হয় দেশের প্রচলিত আইন। কী সেসব আইন? এমন সব আইনি বিষয়ে সমাধান দেবেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। আজ থাকছে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরে সীমাবদ্ধতা প্রসঙ্গ।প্রাইভেট লিমিটেড কোম্পানি সংঘবিধিতে (Articles of Association) শেয়ার হস্তান্তরে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে। সদস্যদের অগ্রক্রয় অধিকারের (Pre-emptive Right) স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ, কোনো সদস্য শেয়ার বিক্রি বা হস্তান্তরে আগ্রহী হলে অন্য সব সদস্যদের কাছে শেয়ার হস্তান্তরের প্রস্তাব করবেন।শেয়ারের উপযুক্ত মূল্য নির্ধারণের পদ্ধতি সংঘবিধিতে বর্ণিত থাকতে পারে। আবার সংঘবিধিতে পরিচালক পরিষদকে ক্ষমতা দিলে পরিষদ শেয়ারের মূল্য নির্ধারণ করতে পারেন।প্রস্তাব প্রাপ্ত সদস্যরা আগ্রহী হলে আগ্রহী সদস্যদের কাছে শেয়ার হস্তান্তর করতে হবে। কেবল সদস্যরা সম্মত না হলে বহিরাগত ব্যক্তিদের কাছে শেয়ার হস্তান্তর বা বিক্রি করা যায়।কোম্পানির কোনো সদস্য আর্থিক দায় বা ঋণ পরিশোধের নিশ্চয়তা (Security) হিসেবে কোম্পানি তার নামে দেওয়া শেয়ার সার্টিফিকেট কোনো পাওনাদারের (Creditor) কাছে গচ্ছিত (Share Pledge) রাখতে পারেন।পাওনা টাকা পরিশোধে ব্যর্থতায় পাওনাদার (Creditor) গচ্ছিত শেয়ার সার্টিফিকেটে বর্ণিত শেয়ার হস্তান্তরের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমত কোম্পানির সদস্যদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করতে হবে। বিদ্যমান সদস্যরা শেয়ার কেনায় সম্মত না হলে পাওনাদার নিজ নামে অথবা বহিরাগত কোনো ব্যক্তির নামে শেয়ার হস্তান্তর করতে পারেন।