প্রাথমিকে শিক্ষক পদে আবেদন শুরু ৮ নভেম্বরনির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারিবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তাভাতা বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীরচট্টগ্রামে বিএনপির গণসংযোগে খুন, কেন টার্গেটে ছিলেন ‘সন্ত্রাসী’ বাবলা
No icon

প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন : পরীমনি

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন।  ঢাকাই সিনেমার তারকা পরীমনিও হয়েছেন শোকস্তব্ধ। মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’ তিনি আরও লিখেছেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’ 

এর আগে শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’