জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: ড. আসিফ নজরুলমেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিসরকারি উদ্যোগে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি শুরুবিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০২৬–২০৫০ মেয়াদের মহাপরিকল্পনাভোটের বাকি ৩৫ দিন
No icon

ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জাতীয় পতাকাবাহী পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ফ্লাইট ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় ফিরে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, নতুন এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।