হঠাৎ করেই গত পরশু মধ্যরাতে খবর ছড়িয়ে পড়ে যে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশকে নিজেদের অনমনীয় অবস্থানের কথা জানিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেললে ভারতে গিয়েই খেলতে হবে, না হলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে রাত পেরোতেই ইএসপিএন-ক্রিকইনফোর করা সেই প্রতিবেদনের দাবি নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।