তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধআদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডদিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করেছেন সাবেক সিইসি নূরুল হুদাপ্রতি ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি
No icon

কিম সু হিয়োন ও অভিনেত্রী কিম জি উনের মধ্যে প্রেমের গুঞ্জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিস্তর চর্চার মধ্যে তিনটি ছবি মুছে ফেলেছেন কিম সু হিয়োন। ‘কুইন অব টিয়ারস’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন কিম সু হিয়োন ও কিম জি উন। এর আগে এই আরেক অভিনেত্রী কিম সে রনের সঙ্গে কিম সু হিয়োনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁর এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছিল, সেটির কোনো সত্যতা ছিল না।