ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

চলচ্চিত্র ও ওটিটিতেই বেশি কাজ করছি : এলিনা শাম্মী

প্রথম ছবি ‘৭১-এর মা জননী’র শুটিং করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পাড়াতলী গ্রামে। এত বছর পর আবার ব্রাহ্মণবাড়িয়ায় শুটিং করলাম ‘বক’ ছবিতে।- নিজের নতুন কাজ নিয়ে এভাবেই বললেন চলতি সময়ের ব্যস্ত অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি সম্প্রতি শেষ করেছেন মাসুদ পথিকের ‘বক’ সিনেমার কাজ। এ সিনেমায় তিনি একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন।

শাম্মী জানালেন, আমি ছয় দিন শুটিং করেছি। এমন জায়গায় সেট পড়েছিল যেখানে কাজ করা ভীষণ কষ্টের। শেষ পর্যন্ত কাজটি ভালো হয়েছে। ‘বক’ সিনেমায় শাম্মী বাদে আরও অভিনয় করেছেন রতন দেব, রুনা খান, সাফওয়ান মাহমুদ প্রমুখ। 

সিনেমার গল্প প্রসঙ্গে শাম্মী বললেন, পরিবেশ বিষয়ক একটি গল্পে ‘বক’ নির্মিত হয়েছে। জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন মাসুদ পথিক। এদিকে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছেন এ অভিনেত্রী। তার ভাষ্য, রায়হান রাফির ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে ব্যাপক সাড়া পেয়েছিলাম। একই রকম সাড়া মিলছে ‘প্রিয়তমা’র জন্য। সোশ্যাল মিডিয়ায় দর্শক লিখছে। রাস্তাঘাটের মানুষজনও কুশলাদি জানতে চায়।

সম্প্রতি আসিফ আকবর পরিচালিত ‘এম আর নাইন : ডু অর ডাই’ সিনেমায়ও আছেন এলিনা। তার মতে, আমি এ সিনেমায় নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ আমার জন্য বড় অর্জন। নিজের অন্যান্য কাজের প্রসঙ্গে শাম্মী বললেন, সেপ্টেম্বরে মুক্তি পাবে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’। এখানে আমি বঙ্গবন্ধুর চাচির ভূমিকায় অভিনয় করেছি। 

এছাড়া শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে অভিনয় করেছি খালেদা জিয়া চরিত্রে। শেষ হয়েছে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং। এ সিনেমায় আমার চরিত্রের বেশ কিছু লেয়ার রয়েছে। এ সিনেমায় আছেন শিশির সরদার, ওমর মালিক, রিয়াজুল রিজু প্রমুখ। তারা প্রত্যেকেই বেশ ভালো কাজ করেছেন।

অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ প্রদর্শিত হয়েছে কলকাতা-বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে। এ সিনেমার চরিত্রটি আমার ভীষণ প্রিয়। নাটকের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে ফেলেছেন বলেও জানান দুই পর্দার নায়িকা। তাকে কালেভদ্রে নাটকে দেখা যায়। শাম্মীর মতে, আমি জাহিদুল ইসলাম মিন্টুর পরিচালনায় ‘অক্টোপাস’ ধারাবাহিকে অভিনয় করছি। নাটকে কাজ করছি না বললেই চলে। কয়েকটি ওটিটিতে কাজের ব্যাপারে কথা হচ্ছে। সবশেষে শাম্মীর কাছে দর্শকের হলমুখী হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হয়। 

তিনি বলেন, ওটিটি কলাকুশলীদের জন্য আশীর্বাদ। কোভিড-পরবর্তী সময়ে ওটিটি মানুষকে আশার আলো দেখিয়েছে। বাংলাদেশে যখন ওটিটির জোয়ার শুরু হয়, সে সময় ‘জানোয়ার’-এ অভিনয় করেছিলাম। এ জোয়ারের শুরুর দিককার শিল্পী হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। সে ধারাবাহিকতায় দর্শক হলমুখী হয়েছে। শাম্মী যোগ করলেন, আমাদের নির্মাতাদের দক্ষতার প্রমাণ দিতে হচ্ছে। তাদের মেধা আছে বলেই বিশ্বের অন্যান্য ছবির সঙ্গে লড়াই করে দর্শককে হলে নিয়ে আসছে। আমি নিজেও নাটক থেকে অনেকখানি সরে এসেছি। চলচ্চিত্র ও ওটিটিতেই বেশি কাজ করছি।