শিক্ষক সংকট দীর্ঘায়িত, শূন্য থাকবে ৪০ হাজারের বেশি পদঝড়বৃষ্টির শঙ্কায় নদীবন্দরে সতর্কতা সংকেতগাজায় হত্যাযজ্ঞে আরও ৭৮ ফিলিস্তিনির মৃত্যুকরোনার উচ্চ ঝুঁকিতে চার রোগে আক্রান্তরাফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: মির্জা ফখরুল
No icon

শিক্ষক সংকট দীর্ঘায়িত, শূন্য থাকবে ৪০ হাজারের বেশি পদ

দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট শিগগিরই কাটছে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৮২২টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছিল।তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে মাত্র ৫৮ হাজার ৭০০টি। ফলে সব আবেদন বৈধ হলেও প্রায় ৪১ হাজার ৩০০টি পদ শূন্যই থেকে যাবে।বেশিরভাগ শিক্ষার্থী এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া চলে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত।

পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় রয়েছে ১ হাজার ১১০টি। কিন্তু আবেদনের যোগ্যতা সংক্রান্ত বেশ কিছু শর্তের কারণে বহু প্রার্থী বাদ পড়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।ফলে আবেদনও তুলনামূলকভাবে কম জমা পড়েছে। বয়সসীমা ও নিবন্ধন সনদের মেয়াদ সংক্রান্ত কঠোর শর্তই এ সংকটের অন্যতম কারণ বলে দাবি প্রার্থীদের।এনটিআরসিএ সচিব এ এম রিজওয়ানুল হক জানিয়েছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।এদিকে, এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম শর্তহীন নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। তাদের মতে, ১ম থেকে ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি হয়ে উঠেছে।