ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকসরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ৮টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জানা গেল
No icon

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শনিবার পদত্যাগপত্রটি উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে আমি দায়িত্ব থেকে সরে যাব। আমি আগে-ভাগে সরে গেলাম, কোনো আলোচনা হলো না; এটা কোনো সৌজন্যতা নয়। সরকারের একজন সম্মানিত উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি সিদ্ধান্তটা তো আগেই নিয়ে রেখেছি, আলোচনার করে এখন সেটি কার্যকর করেছি।’ এর মাধ্যমে উপদেষ্টা পরিষদকে তিনি সম্মানিত করেছেন বলেও মন্তব্য করেন।