শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় আবাসিক হলও বন্ধ থাকবে। শুধু স্নাতক সম্মান (প্রথম বর্ষের) ভর্তি কার্যক্রম চালু থাকবে। রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী এই তথ্য জানান।তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হলসমূহ বন্ধ থাকবে। বুধবার (১ মে) বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।তিনি আরও জানান, পরবর্তীতে আলাপ-আলোচনা করে দুইটি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি ২৮ এপ্রিলের ঘটনা তদন্তে।