গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয়গণ-অভ্যুত্থানে শহীদ ৮৫৮দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপির শরিকরাসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
No icon

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় আবাসিক হলও বন্ধ থাকবে। শুধু স্নাতক সম্মান (প্রথম বর্ষের) ভর্তি কার্যক্রম চালু থাকবে। রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী এই তথ্য জানান।তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হলসমূহ বন্ধ থাকবে। বুধবার (১ মে) বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।তিনি আরও জানান, পরবর্তীতে আলাপ-আলোচনা করে দুইটি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি ২৮ এপ্রিলের ঘটনা তদন্তে।