শেয়ারবাজারে টানা ৭ দিন দরপতনজয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশবিএনপির সংবাদ সম্মেলন দুপুরেদুরারোগ্য রোগে আক্রান্তরা হজে যেতে পারবেন নাসংসদ নির্বাচনে পোস্টার, ড্রোন ব্যবহার নিষিদ্ধ
No icon

শেয়ারবাজারে টানা ৭ দিন দরপতন

দেশের শেয়ারবাজারে টানা সপ্তম দিনের মতো দরপতন ঘটেছে। পতনের পাশাপাশি লেনদেনেও দেখা দিয়েছে বড় ধরনের খরা। প্রতিদিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। ধারাবাহিক এই পতনে মূল্যসূচক নেমে এসেছে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। লেনদেনও কমতে কমতে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা কাজ করছে। নীতিনির্ধারকরা শেয়ারবাজারকে গুরুত্ব দেওয়ার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন খুব কম। এর সঙ্গে পাঁচ ইসলামি ব্যাংকের একীভূত হওয়ার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণার বিষয়টি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।ডিএসই ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাম্প্রতিক তিনটি ইস্যু বিনিয়োগকারীদের অস্বস্তিতে ফেলেছে- নতুন মার্জিন বিধিমালা, পাঁচ ব্যাংকের একীভূতকরণ এবং নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা। মার্জিন বিধিমালার সমাধান হলেও পাঁচ ব্যাংকের একীভূত হওয়ার প্রক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। তিনি জানান, শুধু এই পাঁচ ব্যাংক নয়, আরও কয়েকটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি দুরবস্থায় রয়েছে। শোনা যাচ্ছে, অনেকগুলোই অবসায়ন বা একীভূত হতে পারে।

এই ভয়ে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে সূচক দ্রুত নামছে। রাজনৈতিক অস্থিরতা বিদেশি ও দেশীয় বড় বিনিয়োগকারীদেরও নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১ পয়েন্টে, যা গত ৩০ জুনের পর সর্বনিম্ন। টানা ৭ কার্যদিবসে সূচক কমেছে মোট ২৬১ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৭৫টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ১৭৩ কোম্পানির মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ১৩০টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪৬ পয়েন্ট। এর আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৭ লাখ টাকার এবং সূচক কমেছিল ৭৫ পয়েন্ট।