সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদশেখ হাসিনা নি কৃ ষ্ট শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে: সাদিক কায়েমপদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে মাহফুজ আলমপদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসংসদ-গণভোটের তপশিল ঘোষণায় প্রস্তুত ইসি
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। আর ৯ দশমিক ১৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, ইজেনারেশন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।