২০২৬ সাল থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরাবাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
No icon

১০ ব্যাংকের খেলাপি ঋণ তিন লাখ কোটি টাকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোয় অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ১০ ব্যাংকেই রয়েছে তিন লাখ ৩১ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৭১ দশমিক ৩৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে ব্যাংক খাতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ জনতা ব্যাংকের। গত মার্চ শেষে এ ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে ৭০ হাজার ৮৪৬ কোটি টাকা, যা মোট ঋণের ৭৪ দশমিক ৭৮ শতাংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে। গত ডিসেম্বরে এ ব্যাংকে খেলাপির পরিমাণ ছিল ৬৭ হাজার ১৪৮ কোটি টাকা বা ৭২ শতাংশ।