দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে চিঠি মোদিরঈদের ছুটিতে পর্যটক আসতে শুরু করেছে কক্সবাজারেবায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
No icon

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভি মারিয়াম এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

এতে বলা হয়, গত ৩১ জানুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।

জাহাজের চালের নমুনা পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো খালাস করা শুরু হয়েছে।