জুলাই সনদ বাস্তবায়ন আদেশে দুই সুপারিশএস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের পথ খুঁজছেনজুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজকরাচি সমুদ্রবন্দর ব্যবহার করবে বাংলাদেশ
No icon

মোংলা বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে রেলপথে পণ্য পরিবহণ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় ভর্তি ৩০টি ওয়াগন রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়।এর মধ্য দিয়ে মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত কোন পণ্য বন্দরে জেটি থেকে সরাসরি রেলের মাধ্যমে পরিবহণ কাজ শুরু হলো।গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর মোংলা বন্দরে আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়। সেখান থেকে রেলযোগে গন্তব্যে পাঠানোর মধ্য দিয়ে এই প্রথম মোংলা থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু হল।