জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকারগাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ডব্যাংককে আজ ইউনূস-মোদি বৈঠকএপ্রিলে বাড়বে তাপমাত্রা, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা
No icon

ব্যাংকে নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে ব্যাংকগুলো

ব্যাংকে নগদ অর্থের সংকট আবার কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে টাকার জোগান বাড়েনি। যে কারণে ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে। 

সংকটে থাকা ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে সুদের হার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কলমানি মার্কেটে এক দিনের ধারের সুদের হার আগের মতোই সর্বোচ্চ ১১ শতাংশে স্থির ছিল। কিন্তু স্বল্পমেয়াদি ধারের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

এদিকে মেয়াদি ধারের সুদহারও সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানি থেকে ধারের প্রবণতা বেড়েছে। এদিকে বাজারে টাকার প্রবাহ ওই হারে না থাকায় সুদের হার সামান্য বেড়েছে। 

বুধবার কলমানি মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ধারে লেনদেন হয়েছে ৯০৫ কোটি টাকা। মেয়াদি ধারে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা।