আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগরাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাপোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্তবড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়আজ ফিরছেন তারেক রহমান
No icon

এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ

দেশে-বিদেশে এস আলম গ্রুপ ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তালিকাটি দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকুনুজ্জামান। গত ২২ সেপ্টেম্বর রিটের শুনানিতে দুদকের আইনজীবী আদালতকে জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের যেসব বিষয় এসেছে, তা নিয়ে দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। হালনাগাদ তথ্য জানাতে সময়ের আবেদন জানান তিনি। রোববার শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।