সংঘাতের মধ্যেও মিয়ানমার থেকে আসছে গরু-মহিষআজ হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসরকারি ২৮ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানেময়মনসিংহের ৩ উপজেলায় ভোট শুরু, নেই নারী ভোটার
No icon

গ্রাহকের অর্থ আত্মসাৎ, ইসলামী ব্যাংক কর্মকর্তার ২৩ বছর কারাদণ্ড

নোয়াখালীতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় নূর মোহাম্মদ বাশার নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ এলাকায়। তিনি ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা ছিলেন।দুদক সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ রায়পুর শাখায় থাকাকালীন সময়ে মিজানুর রহমান সিদ্দিক নামে এক গ্রাহকের সাড়ে ২২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরে মামলটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়। আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম।আবুল কাশেম জানান, আসামির উপস্থিতিতে শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।