উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

আজ দেশের ৫০তম বাজেট উপস্থাপন : অর্থমন্ত্রী

স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্যে (২০২১-২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তার তৃতীয় বাজেট ঘোষণা।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় তিনি এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

আশা করা হচ্ছে, তিনি আগামী অর্থবছরের জন্যে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন।

প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব সংগ্রহের বর্তমান ধারা ও সার্বিক পরিস্থিতিতে এটি বাস্তবসম্মত প্রস্তাব।

তবে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করোনা মহামারির কারণে দেশে নতুন করে দরিদ্র হয়ে পড়া প্রায় এক কোটি মানুষের জন্যে প্রস্তাবিত বাজেটে তেমন কিছু রাখা হয়নি।

অর্থমন্ত্রী বাজেট ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা ভাবছেন। এটি চলতি অর্থ বছরের চেয়ে সামান্য একটু বেশি। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৬ দশমিক ১ শতাংশ।
অনেক অর্থনীতিবিদ মনে করছেন আগামী অর্থবছরে বাজেট ঘাটতি যা ধারণা করা হচ্ছে তার চেয়ে বেড়ে যাবে।
তাদের মতে, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কেননা, চলমান মহামারির কারণে লাখো মানুষ বেকার হয়েছেন।

অনেকে আশঙ্কা করেছিলেন, সার্বিক পরিস্থিতিতে দেশে রাজস্ব আয় কমে যেতে পারে। কিন্তু, বাস্তবে তা হয়নি। একইসঙ্গে রিজার্ভ বেড়েছে রেকর্ড পরিমাণে। বিদেশি সহায়তাও এসেছে প্রচুর।

রাজস্ব বোর্ড আয়কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্র বিস্তৃত করার ওপর জোর দিতে পারে।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো মেগা প্রজেক্ট থাকার সম্ভাবনা নেই। সরকারের উচিত হবে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করা।