ঢাকায় বাড়ছে শীতএবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড
No icon

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকার

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লির একটি কূটনৈতিক সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে আজ সন্ধ্যায় তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে বলা হয়। দিল্লি এ সময় একটি অভিযোগ ও আপত্তিপত্র হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে দিয়েছে বলে জানা গেছে।দিল্লির একটি সূত্র জানায়, এবারের তলব নিয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি আসবে না। কারণ দু দেশের সম্পর্ক যাতে আর খারাপের দিকে না যায়, সেজন্য ব্যাক চ্যানেলে চেষ্টা চলছে।এর আগে গত ১৭ ডিসেম্বর রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম।

এদিকে আজই সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সঙ্গে কথা বলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রণয় ভার্মাকে তলব করা হয়। উদ্ভূত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলে বাংলাদেশ।এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।