ঢাকার পথে জোবাইদা রহমানআজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকেসজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ১২ ডিগ্রির শীতে মোড়ানো পঞ্চগড়ের জনপদখালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক দল
No icon

আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র বলছে, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি দেশে আসার পর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে উড়াল দেবে।জানা গেছে, খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার থেকে অ্যাম্বুলেন্সে প্রথমে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে লন্ডন। তাঁকে ভর্তি করা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে।গতকাল বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত পরামর্শ এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উড়োজাহাজে দীর্ঘ যাত্রায় (কমপক্ষে ১১ ঘণ্টা) প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতিও শেষ হয়েছে।

এরপর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালের দিকে খালেদা জিয়ার লন্ডনযাত্রা শুরু হবে।চিকিৎসা ও শারীরিক অবস্থা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ১২ দিন ধরে চিকিৎসাধীন। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।ডা. শাহাবুদ্দিন বলেন, শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন সাত চিকিৎসকসহ ১৭ জন।তাঁর ফুসফুসে সংক্রমণের যে জটিলতা রয়েছে, ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক রাখতে তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাতে কিছুটা উন্নতি হয়েছে। তবে হৃদযন্ত্রসহ কয়েকটি জটিলতা এখনও রয়ে গেছে। শারীরিক অবস্থা মোটের ওপর অপরিবর্তিত। গতকাল লন্ডন ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়াকে সরাসরি দেখেছেন। তারা সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। তাদের সঙ্গে তিন দফা ভার্চুয়াল বৈঠক হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো। সবচেয়ে ভালো লক্ষণ হলো– তাঁর চেস্ট (বুক) পরিষ্কার হচ্ছে। নিউমোনিয়ায় কফ জমে ছিল। বৃহস্পতিবার তাঁর কয়েকটি পরীক্ষা হয়েছে। যেখানে প্যারামিটারগুলো ভালোর দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড এতে স্বস্তি প্রকাশ করেছে।এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, শুক্রবার ভোরে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হবে। কিছু প্রক্রিয়া শেষ করে সকাল ৮টার মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা করা সম্ভব। তিনি জানান, প্রথমে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা হয়েছে। সেখানে মাল্টিপল ডিসপেন্সারি সেন্টার অত্যাধুনিক না হওয়ায় লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়। আর চীন থেকে আসা চিকিৎসক দল তাঁকে তাদের দেশে নিতে জোর আগ্রহ দেখিয়েছিল। সর্বশেষ মেডিকেল বোর্ড লন্ডন ব্রিজ হাসপাতাল চূড়ান্ত করে।

কারা সঙ্গে যাচ্ছেন

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা তালিকায় খালেদা জিয়ার সঙ্গে ১৭ জন লন্ডনে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডা. জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক জাহিদ হোসেন, বিএনপির উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, নূরউদ্দিন আহমদ, রিচার্ড বিল, জিয়াউল হক, জাফর ইকবাল, আল মামুন, এসএসএফের দুই কর্মকর্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আবদুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডা. জোবাইদা রহমান। তিনি গতকালই দেশের উদ্দেশে রওনা হয়ে আজ সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন। যেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা তাঁর আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল সঙ্গী হবেন।

এদিকে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি লন্ডনে বিমানবন্দরে চেকইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তাঁর ফ্লাইট ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা ফ্লাইটটি শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে, সেটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে যাত্রা বিলম্ব হতে পারে।