সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রীআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াদুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাসঅনলাইনে ঢুকলেই প্রতারণার ফাঁদদেশে ফিরছেন খালেদা জিয়া
No icon

দেশে ফিরছেন খালেদা জিয়া

চার মাস চিকিৎসা শেষে আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরছেন তিনি। গতকাল লন্ডন সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথরো বিমানবন্দর রানওয়ে থেকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি আকাশে ওড়ে। এর আগে বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারাক্রান্ত মন নিয়ে তাঁর মমতাময়ী মাকে বিদায় জানান। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্থানীয় সময় (রাত) ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ১০টায়। খালেদা জিয়ার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রটোকলসহ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ। জনসাধারণকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান/বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব এড়িয়ে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়েছে। ওই সময় বিএনপি কর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে। রাস্তায় যেন যানজট এবং জনসাধারণের ভোগান্তি না হয়, সেজন্য দল বা অঙ্গসংগঠনের কে কোথায় দাঁড়াবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন ফিরোজা । বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরছেন তাঁর দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। ডা. জুবাইদা ফিরছেন দীর্ঘ ১৭ বছর পর। তাঁর থাকার জন্য ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবন প্রস্তুত করা হয়েছে। বেগম জিয়ার বিমানে তাঁর দুই পুত্রবধূ ছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদারসহ দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যক্তিগত সহকারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ জন আসছেন বাংলাদেশে। গতকাল ৫ মে সকাল থেকেই ব্রিটেনের আনাচকানাচে, শত শত মাইল দূরের শহর থেকে নেতা-কর্মীদের ভিড় ছিল হিথরোমুখী। হোয়াইট্যাপেল থেকে হিথরো বিমানবন্দরে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী সমবেত হন। ট্রেনে এবং প্ল্যাটফর্মে শেতাঙ্গ মানুষজন অবাক হয়ে তাকিয়েছিল।বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে দুই পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসা ফিরোজায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ফিরতি সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে থাকছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা তাবিথ আউয়াল, লন্ডন বিএনপি নেতা কয়সর এম আহমেদ, বেগম দিলারা মালিক, ড. জাফর ইকবাল, চেয়ারপারসনের এপিএস মাসুদুর রহমান, দুই গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার। গুলশানের বাসায় পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমান তাঁর মাকে দেখতে ধানমন্ডির বাড়িতে যাবেন।