জাকির খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনঢাকায় বজ্রবৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তরশাহজালালে আজ থেকে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন দুজনগাজায় মানবিক বিরতি ঘোষণার পরও চলছে ইসরায়েলের হামলাজুলাই ঘোষণাপত্র ও সনদ ছাড়া শহীদ মিনার ছাড়ব না: নাহিদ ইসলাম
No icon

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।   রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলেঅকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।