বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টাচাঁদ দেখা গেছে, কাল ঈদগাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাসচাঁদের অপেক্ষায় ঈদ
No icon

ঈদযাত্রা এখনও স্বস্তির

আজ শুক্রবার থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি। লম্বা ছুটির কারণে এবার ধাপে ধাপে যাত্রীরা রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহর ছাড়ছেন। এতে গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পরও ছিল না যাত্রীর ঢল। গাজীপুরের কয়েকটি জায়গায় যানজট হলেও দেশের অন্য কোথাও মহাসড়কে যানজটের খবর পাওয়া যায়নি। গতকাল ঢাকার কমলাপুর স্টেশন থেকে চারটি আন্তঃনগর ট্রেন এক থেকে দেড় ঘণ্টা বিলম্বে যাত্রা করলেও ট্রেনে উপচে পড়া ভিড় ছিল না। কলকারখানা ছুটির পর আগামীকাল শনিবার যানজটের আশঙ্কা রয়েছে।ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও কুমিল্লা অংশ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গাড়ির চাপ থাকলেও যানজট ছিল না। যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ যান পারাপার বেড়েছে। তবে যানজট হয়নি গতকাল রাত ১০টা পর্যন্ত।রাজধানীর তিন বাস টার্মিনালে যাত্রীর ভিড় বাড়লেও কয়েক বছর আগেও ঈদযাত্রায় যে ঢল দেখা যেত, তা দেখা যায়নি। কিছুটা ভাড়া বেড়েছে লোকাল হিসেবে চলা বাসে। টার্মিনালগুলোর সামনে অটোরিকশার দাপটে বাস বের হতে বাড়তি সময় লাগছে।গাবতলী থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলা হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন সমকালকে জানান, যানজট না থাকায় বাস নির্ধারিত সময়ে গন্তব্যে যাচ্ছে; ঢাকায় ফিরতে পারছে।

মহাখালী থেকে চলা ময়মনসিংহগামী, সায়েদাবাদ থেকে চলা সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীর বাসের কর্মীরা জানান, যানজট না থাকায় ঈদযাত্রা এখনও স্বস্তির।  টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে গাড়ির সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারেও যাত্রী পরিবহন করা হচ্ছে।

গাজীপুরে যান আছে, জট নেই শ্রমিকদের বেতন ও বোনাস দিয়ে গাজীপুরের কিছু কলকারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যাত্রী ও যানবাহন বেড়েছে। শুধু বাস নয়; ট্রাক, পিকআপেও বহু মানুষ যাত্রা করছেন। বৃহস্পতিবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির ধীরগতি দেখা গেছে। ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের বাসচালক সুলতান উদ্দিন জানান, চাপ থাকলেও দীর্ঘ যানজট নেই।গাজীপুর শিল্প পুলিশ-২ এর সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সব কারখানায় ফেব্রুয়ারির পুরো বেতন পরিশোধ করা হয়েছে। মার্চের অর্ধেক বেতন ও বোনাস দেওয়া হয়েছে অন্তত দেড় হাজার কারখানায়। বাকি কারখানাগুলোতে শুক্র ও শনিবার মার্চের বেতন ও বোনাস দিয়ে ঈদের ছুটি দেওয়া হবে। তখন চাপ বাড়বে।গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, শুধু যানজট নয়; ঈদযাত্রাকে ছিনতাই ও চাঁদাবাজিমুক্ত রাখা, সড়কের দখল উচ্ছেদে কাজ চলছে।

ফেরিঘাটে উপচে পড়া ভিড় শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, পাটুরিয়া ফেরিঘাটে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উপচে পড়া ভিড় ছিল। লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা-যমুনা পাড়ি দেন।ট্রেনে ভিড় নেই গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত নীলসাগর দেড় ঘণ্টা, নকশীকাঁথা এক ঘণ্টা, সোনার বাংলা সোয়া ঘণ্টা এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস আধাঘণ্টা বিলম্বে যাত্রা করেছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, বন্দরনগরী থেকে যাত্রা করা ট্রেনেও উপচে পড়া ভিড় নেই। ছাদে যাত্রী চড়েনি।

মহাসড়কে চেকপোস্ট নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও বৃহস্পতিবার যানজট ছিল না। চুরি-ডাকাতি-ছিনতাই রোধে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র ;্যাব। র ;্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গাড়ির চাপ থাকলেও মহাসড়কে যানজট নেই। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, কিছু স্পটে যানবাহন ধীরগতিতে চলছে। এটি যানজট নয়।র ;্যাব কর্মকর্তারা বলেন, সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম স্তরে বাসস্ট্যান্ড বা যেসব জনবহুল শপিং সেন্টার আছে, সেসব স্থানে এবং এর আশপাশে আমাদের ২৪টি প্যাট্রল টিম টহল কার্যক্রম পরিচালনা করবে। এসব এলাকায় ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টি রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তৃতীয় পর্যায়ে স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ থাকছে।