বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫৫ আগস্ট ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবেঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালসগাজায় একদিনে নিহত আরও ১৩৪ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫৯ হাজারসন্তানদের ছবি হাতে হাসপাতালে ঘুরছেন বহু স্বজন
No icon

শেখ মুজিবুর রহমানের বাবা ‘কেরানি’ ছিলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী (অব.)

ব্রিগেডিয়ার আযমী লেখেন, শেখ সাহেব কোনদিন চাকরি করেন নি, কোন ব্যবসাও ছিলনা তার। উনার লেখা অসমাপ্ত আত্মজীবনীতে আছে উনার বাবা "সেরেস্তাদার" অর্থাৎ কেরানি ছিলেন। কেরানির অর্থ আর কত? উনার বই এ আরো আছে একসময় উনার পূর্বপুরুষদের অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু উনার আমলে এসবের কিছু ছিলনা।

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর আরও লেখেন, তাহলে, প্রশ্ন হলো, উনি ৩২ নম্বরের জায়গাটা কেনার এবং সেখানে বিল্ডিং নির্মাণ করার অর্থ তিনি কোথায় পেলেন? কেউ আমাকে এর কোন জবাব দিতে পারেন?