পাকিস্তানে বায়ুদূষণে হাসপাতালে ভর্তি ৯০০কোনো ব্যাংক বন্ধ হবে না: গভর্নরঢাকার বাতাসে উন্নতি, লাহোরে মারাত্মক দূষণবাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানেরনারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ
No icon

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ ও খুলনা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৯ হাজার ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।