সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় পতন হলো বাংলাদেশের। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। সোমবার রাতে আফগানদের সঙ্গে হারের পর এই পতন দৃশ্যমান হয়।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আইসিসির এই র্যাঙ্কিংয়ে আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮ নম্বরে। বাংলাদেশ ৮ থেকে এক ধাপ নিচে নেমে গেছে। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।
এবারের সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬ । আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে টাইগাররা অবস্থান করছে আফগানদের পরে।
এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।