বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ

সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় পতন হলো বাংলাদেশের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। সোমবার রাতে আফগানদের সঙ্গে হারের পর এই পতন দৃশ্যমান হয়। 
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আইসিসির এই র‌্যাঙ্কিংয়ে আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮ নম্বরে। বাংলাদেশ ৮ থেকে এক ধাপ নিচে নেমে গেছে। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।
এবারের সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬ । আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে টাইগাররা অবস্থান করছে আফগানদের পরে।
এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।