আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসএপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিবজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
No icon

বাড়ছে গরম, অনলাইন ক্লাসে ঝুঁকছে প্রতিষ্ঠান

তীব্র তাপপ্রবাহের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শিখন ঘাটতি পূরণে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস চালু করেছে। বাকিরাও বিকল্প এ পাঠদানের চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।গতকাল রোববার সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর চিন্তা করছেন। শিশুদের কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না বলে জানান তিনি।পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ এপ্রিল পর্যন্ত ২৬ দিনের ছুটি ঘোষণা করে সরকার। এরই মধ্যে সারাদেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ ছুটি বাড়িয়ে ২৭ এপ্রিল করা হয়। টানা ছুটিতে শিক্ষার্থীরা শিখন ঘাটতিতে পড়তে পারে উদ্বেগ জানিয়ে অভিভাবকরা বন্ধের সময় অনলাইনে ক্লাস চালুর অনুরোধ করেন। তাদের অনুরোধে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে অনলাইনে ক্লাস নিচ্ছে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। এটি বাধ্যতামূলক নয়। কোনো শিক্ষার্থী ক্লাসে যুক্ত না থাকলে তাকে অনুপস্থিত দেখানো হবে না। রাজধানীর মহাখালী ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের এসএমএস পাঠিয়ে গতকাল অনলাইন ক্লাস নেওয়ার কথা জানিয়েছে।অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু  বলেছেন, আমরা এক-দুটি নয়, বন্ধের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসের দাবি জানাচ্ছি। কারণ কতদিন তাপপ্রবাহ চলবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, চলমান তাপপ্রবাহকে সরকার বিশেষ দুর্যোগ উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়িয়েছে। এ সময় অনলাইনে ক্লাস নিতে কোনো অসুবিধা নেই।

পাঁচ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

গতকাল অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।নর্থ সাউথের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক বার্তায় চলমান তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়। একই সময় পর্যন্ত অনলাইনে ক্লাসে নেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।তাপদাহের মধ্যে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বেশ কিছু নির্দেশনাসহ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে চলমান পরীক্ষা সরাসরি নেওয়া হবে।

গতকাল উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে এক জরুরি সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হবে। এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত বিভাগীয় পরীক্ষা স্থগিত থাকবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ শতভাগ ক্লাস অনলাইনে নেবে। পরীক্ষাগুলো সশরীরে হবে বলে জানিয়েছে।তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রাজশাহীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকায় ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।