৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাসরাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশি যুবক নিহতআয়তন বাড়ছে বাংলাদেশেরবন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও দ্রুত নির্বাচন চায়গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪
No icon

এপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি

রাজধানীসহ দেশজুড়ে এপ্রিলের শুরু থেকেই চলছে দাবদাহ। একের পর এক রেকর্ড গড়ছে তাপমাত্রা। অন্যান্য বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে গড়ে ৮১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। গত এপ্রিলে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র এক মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।এদিকে গত ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। অন্যদিকে গতকাল থেকে ফের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এ দিন আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলের মতো একটানা না হলেও চলতি মে মাসেও লম্বা সময় ধরে দেশের ওপর তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ও।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ১৯৮১ সালের পর গত এপ্রিলই ছিল দেশের শুষ্কতম মাস। তিনি জানান, গত মাসে রাজশাহী ও রংপুর বিভাগে এক মিলিমিটার বৃষ্টিও হয়নি। অন্যদিকে সিলেটে সর্বোচ্চ ২৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। ঢাকা বিভাগে গত এপ্রিলে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ৯১ শতাংশ কম, চট্টগ্রামে ৮৪ শতাংশ কম, ময়মনসিংহে ৮৮ শতাংশ এবং বরিশালে ৮৬ শতাংশ কম হয়েছে। তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে সার্বিকভাবে গড়ের তুলনায় ৮১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

গতকাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। এরপরও দেশের পাঁচটি অঞ্চলের তাপমাত্রা এখনো ৪০ ডিগ্রির ওপরেই আছে। এ ছাড়া ঢাকার তাপমাত্রা কিছুটা কমলেও জলীয়বাষ্পের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি রয়েই গেছে। আজ শুক্রবার সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, শুক্রবার (আজ) ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আমরা আশা করছি।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ফের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট

আবহাওয়া অফিসের তথ্যমতে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও খুলনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।এদিকে সারা দেশে টানা তিনবার হিট অ্যালার্ট জারি করে সরকার। গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। তাপমাত্রার বিষয়ে বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে আজকের আবহাওয়া সম্পর্কে গতকাল এক পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।