আজ সুপার ফোরে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশসারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারেউত্তরাঞ্চলে বছরে আড়াই হাজার কোটি টাকার ফসল মাঠেই পচেএসি বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ গাজায় হামলা অব্যাহত, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো যুক্তরাষ্ট্রের
No icon

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে আজ শনিবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বৃষ্টিপাতও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ছয়টার পর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা আছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।সংস্থাটি জানায়, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই ধারা আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।