দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি, কমছে মৃদু দাবদাহ

রাজধানীতে সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এতে গত দুইদিন ধরে চলা মৃদু দাবদাহ কমে গেছে।আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। সকাল ১০টার দিকে সেই কাঙ্খিত বৃষ্টি নামে।বৃষ্টিতে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীরাও পড়েন বাড়তি ভোগান্তিতে। বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা ধূলা কিছুটা কমেছে।এদিকে আজ সকালে সিলেটে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, রাজধানীতে কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো বেশ জোরে, আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে হয়ে বজ্রপাত। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু হলো অনেক পরে।আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক মৌসুমি বায়ুর সময়। তাই এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে; আবার রোদও দেখা যাবে।