দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করলো সৌদি আরব

গত এক সপ্তাহে সৌদি আরবজুড়ে প্রায় ২০ হাজার অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার (২৩ নভেম্বর) জানিয়েছে, আবাসন, কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। 

সরকারি প্রতিবেদন অনুসারে, রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট ১১ হাজার ৩৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫ হাজার ১৭৬ জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১ হাজার ৫৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক ছিলেন।

আরও ৭১ জনকে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা হয়। এছাড়া ২২ জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়।