পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউটআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াসাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তিভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা জানাল ইইউভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা
No icon

ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড জানার পদ্ধতি

দীর্ঘদিন ব্যবহারের ফলে পাসওয়ার্ড ভুলে গেলে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে তা জেনে নিতে পারেন। এভাবে পাসওয়ার্ড জানার পদ্ধতি হলো- প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘কানেকশনস’-এ ক্লিক করে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে।  এরপর ফোনটি যে ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সেই নেটওয়ার্কের নাম ‘কারেন্ট নেটওয়ার্ক’ অপশনের নিচে দেখা যাবে। 

এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে।  এখন ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে ট্যাপ করে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই–ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।